নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এর মধ্যে সোমবার (২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সরকার নির্ধারিত ৪৫ টাকা মূল্যের পেয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর নড়াইল পৌরসভার সার্কিট হাউস এলাকায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন। এছাড়া সোমবার (২ ডিসেম্বর) বিকেলে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফিটনেস সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে এবং বেসরকারি সংস্থা আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সহায়তায় ২৫ লাখ টাকা ব্যয়ে ফিটনেস সেন্টারটি নির্মিত হবে। এদিকে আইপিডিসির সহযোগিতায় জেলার তৃণমূল পর্যায়ের ৭৫জন ফুটবলার, ক্রিকেটার এবং ভলিবল খেলোয়াড়কে পাঁচ লাখ টাকার ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। এর আগে সোমবার সকালে নড়াইলের লোহাগড়া উপজেলার নদী ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসব অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), আইপিডিসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম, হেড অব কর্পোরেট কমিউনিকেশন মেহেজাবিন ফেরদৌস, মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, আইপিডিসির ডিএমডি ও হেড অব বিজনেস ফাইন্যান্স রিজওয়ান দাউদ সামস, ডিএমডি ও হেড অব রিটেল কায়সার হামিদ, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ কুমার দে, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, সহ-সভাপতি শামীমূল ইসলাম টুলু, কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম প্রমুখ। অন্যদিকে মঙ্গলবার সকালে (৩ ডিসেম্বর) নড়াইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিবেন মাশরাফি বিন মর্তুজা।
Leave a Reply