পঞ্চগড় প্রতিনিধিঃ “তথ্য অধিকার, সংকটে হাতিয়ার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে “সংকটকালে তথ্য পেলে, জনগনের মুক্তিমেলে” এই স্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির উপরে গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে আটোয়ারী থানার পুলিশ ইন্সপেক্টর তদন্ত মোঃ দুলাল উদ্দিন, নির্বাচন অফিসার মোঃ সহিদুল ইসলাম, তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ হাসান হাবিব আল আজাদ, আটোয়ারী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আঃ মান্নান, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকি, প্রবীণ সাংবাদিক মোঃ ইউসুফ আলী প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানগণ উপস্থিত ছিলেন
Leave a Reply