পঞ্চগড় প্রতিনিধি:
মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জনাব আদম তমিজী হকের পক্ষ্য থেকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যসেবা কর্মীদের ও গ্রাম পুলিশ সদস্যদের মাঝে উপহার হিসেবে হক গ্রুপের বিস্কুট খাদ্য বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এ বিস্কুট খাদ্য সহায়তা বিতরণ শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএমএ ও জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডাঃ মনসুর আলম। এদিকে রবিবার (১২ এপ্রিল) গ্রাম পুলিশদের মাঝে এ বিস্কুট খাদ্য সহায়তা প্রদান করাতে দেখা যায়। আর এসব বিস্কুট খাদ্য সহায়তা প্রদান করেন মানবিক বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আশিকুজ্জামান সৌরভ।
সৌরভ জানান, যারা জীবন বাজি রেখে করোনা ভাইরাসের সাথে অক্লান্ত পরিশ্রম ও সাহসের সাথে লড়াই করে চলেছেন আমরা তাদের পাশে থেকে সহায়তার চেষ্টা করছি।
এদিকে, করোনা সংক্রমণের দূর্যোগ মুহুর্তে জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যন্ত অঞ্চলে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা দিনরাত আমাদের নিরাপদ রাখতে দায়িত্ব পালন করে যাচ্ছে। তারি প্রেক্ষিতে মানবিক বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার পক্ষ থেকে সেই সকল করোনা যোদ্ধাদের কাছে উপহার হিসেবে বিস্কুট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
Leave a Reply