ডেস্ক রিপোর্ট :
পটুয়াখালীর বাউফলে করোনার প্রাদুর্ভাব ও নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় কর্মহীন জেলেদের মাঝে মৎস্য ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৫ মে) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ধানদী ফাজিল মাদ্রাসা মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে ওই চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন বরিশাল বিভাগীয় উপ- ভূমি সংস্কার কমিশনার (উপ-সচিব) তরফদার মো. আক্তার জামীল।
চাল বিতরণ কালে ডিএলআরসি আক্তার জামীল বলেন,’ ত্রাণের চাল বিতরণ কোন অনিয়ম মেনে নেওয়া হবে না। সরকারি যে নির্দেশনা আছে সেই মোতাবেক চাল বিতরণ করতে হবে।’
পরিষদ সূত্র জানায়, মে মাসের বরাদ্ধকৃত ৩০.১২০ মে.টন চাল ইউনিয়নের সরকারি তালিকাভূক্ত ৭৫৩ জন জেলের মাঝে ৪০কেজি করে বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বালি, উপজেলা সমাজসেবা অফিসার ও নাজিরপুর ইউনিয়ন ট্যাগ অফিসার মো. মনিরুজ্জামান, নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো.ইব্রাহিম ফারুক, বাউফল প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এম. নাজিম উদ্দিন।
Leave a Reply