ডেস্ক রিপোর্ট:
সরকারের লকডাউন ঘোষণা মেনে টেইলার্স বন্ধ রাখায় পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় অনেক দোকান মালিক ও তাদের কারিগররা মানবেতর জীবন যাপন করছেন। এরই প্রেক্ষিতে গত ২৫ এপ্রিল ২০২০ তারিখ শনিবার করোনায় বিপর্যস্ত দর্জিদের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করা হয়েছে।
বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল সরেজিমনে এ ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেন।
এসময় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ তানিয়া ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলার ৬০ টি টেইলার্সের কারিগরকে এ সহায়তা প্রদান করা হয়।
Leave a Reply