নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর এলাকায় বিগত ২৬ বছর যাবৎ বাই সাইকেলে করে পত্রিকা বিক্রয় করছে রুহুল আমিন (৬৬) ।
গত ইং-২৪/০৪/২০২০ তারিখে তার জীবন ধারণের একমাত্র সম্বল বাইসাইকেলটি হারিয়ে ফেলেন। বাইসাইকেলটি হারিয়ে পায়ে হেটে পত্রিকা বিক্রয় করে চার ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে সংসার চালাতে হিমসিম খাচ্ছিলেন। এ বিষয়টি নরসিংদী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদের নজরে আসলে তিনি রুহুল আমিনকে একটি বাই সাইকেল কিনে দিবেন বলে আস্বস্ত করেন। পরে ২২জুলাই বুধবার রুহুল আমিনকে সার্কেল অফিসে পত্রিকা বিক্রয় করতে আসলে দেখেন সদর সার্কেল এএসপি সাহেব তার জন্য একটি নতুন বাই সাইকেল কিনে রেখেছেন। নতুন বাই সাইকেলটি অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ রুহুল আমিনের হাতে তুলে দেন। তার মত একজন হকারের প্রতি সার্কেল সাহেবের মহানুভবতা দেখে রুহুল আমিনের মন আনন্দে ভরে ওঠে। তিনি পুলিশের জন্য আল্লাহর নিকট দোয়া করেন। সুখে দুঃখে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের সদস্যদের মঙ্গল কামনায় তার দুচোখ পানিতে ভরে উঠে।
Leave a Reply