গাজীপুর প্রতিনিধি
পরকিয়া প্রেমে মত্ত হয়ে প্রেমিকের হাত ধরে নগদ টাকা স্বর্নালংকার নিয়ে মদিনা আক্তার নামে এক গৃহবধু উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে।
অভিযুক্ত মদিনা আক্তার উপজেলার তালতলী গ্রামের চাঁন মিয়ার মেয়ে। তিনি স্থানীয় নর্দান গার্মেন্টস লি: নামক পোশাক কারখানায় চাকুরী করতেন। এঘটনায় ওই গৃহবধুর স্বামী জুয়েল রানা বাদী হয়ে শুক্রবার সকলে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
জুয়েল রানা জানান, তিন বছর আগে মদিনার সাথে তার বিয়ে হয়। তিনি স্ত্রীকে নিয়ে পাশ্ববর্তী সাইটালিয়া গ্রামের শরফাত আলীর বাড়ীতে ভাড়া থেকে নাহি গ্রুপের পোশাক কারখানায় চাকুরী করেন। তার স্ত্রী মদিনা আক্তার একই এলাকার নর্দান গার্মেন্টস লি: এ চাকুরী করতেন। সম্প্রতি মদিনার সাথে ওই গার্মেন্টসের আনোয়ারুল (৩০) নামক এক সহকর্মীর সাথে সংখ্যতা গড়ে উঠে। পরে তা প্রেমের সম্পর্কে গড়ায়। পরকীয়া প্রেমিক আনোয়ারুল এর বাড়ী চুয়াডাঙ্গা জেলায়। স্ত্রীর পরকিয়ায় ঝড়িয়ে পড়েছে এমন সন্দেহ হলে জুয়েল রানার সাথে মদিনার বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে তাদের মধ্যে ঝগড়ারও হয়। বৃহস্পতিবার সকালে বাসা থেকেবের হয়ে জুয়েল রানা ও স্ত্রী মদিনা আক্তার পৃথক কর্মস্থলে চলে যান। সন্ধ্যায় জুয়েল রানা বাসায় ফিরে এলোও ফিরে আসেনি মদিনা আক্তার। অনেক খোঁজাখুজি করে তার কোন সন্ধান করতে পারেনি। তার মোবাইল ফোন দুটিও বন্ধ দেখায়। পরে ঘরে গিয়ে দেখতে পান ঘরে রাখা নগদ ১ লক্ষ ত্রিশ হাজার টাকা, স্বর্নালংকার নিয়ে চলে গেছেন মদিনা।
জুয়েল রানা জানায়, পরকিয়া প্রেমিক আনোয়ারুল এর হাত ধরেই মদিনা উধাও হয়েছে। পরে স্ত্রী উধাওয়ের বিষয়ে জুয়েল রানা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
শ্রীপুর থানার ডিউটি অফিসার দোলায়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জুয়েল রানা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply