নিজস্ব প্রতিবেদক:
জলবায়ু পরিবর্তন ও পরিবেশ নিয়ে লেখালেখির স্বীকৃতি হিসেবে সম্মাননা পেলেন এটিএন নিউজের সিনিয়র নিউজরুম এডিটর সাহাদাৎ রানা।
গত মঙ্গলবার সন্ধ্যা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন ‘সবুজ আন্দোলন’ তাকে এ সম্মাননা প্রদান করেন। তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এফবিসিসিআই’র সভাপতি (ভারপ্রাপ্ত) হেলেনা জাহাঙ্গীর, সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার, মহাসচিব অধ্যাপক এম মিজানুর রহমান, সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
মুন্সীগঞ্জের প্রয়াত অ্যাডভোকেট আবদুল গাফফারের ছেলে সাহাদাৎ রানা বর্তমানে চব্বিশ ঘণ্টার নিউজ চ্যানেল এটিএন নিউজের সিনিয়র নিউজরুম এডিটর হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত উপ-সম্পাদকীয় লিখে থাকেন।
এছাড়াও তিনি ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সফলভাবে দায়িত্ব পালন করেন। এদিকে এটিএন নিউজের আগে সাহাদাৎ রানা দৈনিক বাংলাদেশ সময়ের মফস্বল সম্পাদক ও তার আগে দৈনিক আজকের কাগজের সহ-সম্পাদক পদে কর্মরত ছিলেন।
Leave a Reply