নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের অংশ হিসেবে মুজিববর্ষে ভিটেবাড়িহীন মানুষের মাঝে যে ঘর বরাদ্দ দিয়েছেন তার মধ্যে পলাশের দুটি প্রকল্প পরিদর্শন করেছেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান।
আজ শুক্রবার বিকেলে জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন এর বরাব ও মাঝেরচর আশ্রয়কেন্দ্র দুটি পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী মানুষের সাথে কথা বলেন তিনি এবং বরাব আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী দশটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।
পরে মাঝেরচর উত্তরপাড়ায় আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী একুশ টি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন জেলা প্রশাসক এবং খোঁজখবর নেন।
এসময় সাথে ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরি (পি এ এ), সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম ও জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী।
Leave a Reply