নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর পলাশে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার ঘোড়াশাল সার কাখানার পশ্চিম পাশে শীতলক্ষ্যা নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে পলাশ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে সকালে সারকারখানার জেডি এলাকায় স্থানীয় এলাকাবাসী নদীতে মৃতদেহটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুপুরে মৃতদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে পলাশ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত যুবকের গায়ে ফুটবল খেলার জার্সি ও পড়নে ট্রাউজার ছিল।মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply