মোঃরাসেল মিয়া, নরসিংদী
করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া নরসিংদী পলাশের অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় ইউপি সদস্য।পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মহসিন মিয়া ব্যক্তিগত উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।শনিবার তিনি সেকান্দরদীস্থ তার নিজ বাড়ী ১৫২ টি পরিবারের মাঝে এইসব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ।
মোঃ মহসিন মিয়া জানান, করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়ে অসহায় ও দুস্থ পরিবারগুলো মানবেতর জীবন যাপন করে।বিষয়টি তিনি অনুদাপন করে পারিবারিক উদ্যেগে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন। পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গজারিয়া ইউনিয়ান আওয়ামীলীগের সভাপতি ও গজারিয়া ইউনিয়ান পরিষদের চেয়ারম্যন বদ্দুরুজ্জামান ভুইয়া, গজারিয়া ইউনিয়ান আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক শরিফ।
জোনাকি টেলিভিশন/এসএইচআর/১৭-০৫-২০ইং
Leave a Reply