নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পলাশ শাখার উদ্যোগে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের গেইটে এজেন্ট ব্যাংকিং উদ্বোধন করা হয়েছে।
এ লক্ষ্যে শনিবার সকালে পলাশ শিল্পাঞ্চল সরকারী কলেজের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের পলাশ শাখা ব্যবস্থাপক আবুল কাছেম ভূইয়ার সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় আরো বক্তৃতা করেন পলাশ শিল্পাঞ্চল সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর রাশেদুজ্জামান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো: জুলহাস মিয়া ও এজেন্ট ব্যাংকিং শাখার সত্বাধিকারী মাশিহুর রহমান মামুনসহ আরো অনেকে।
আলোচনা শেষে প্রধান অতিথি ফিতা কেটে এজেন্ট এর উদ্বোধন করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply