মোঃরাসেল মিয়া, নরসিংদী
পলাশের চরণগরদীতে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া প্রতিবন্ধী পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন ও কল্যাণী ইনক্লুসিভ স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল হাসান সোহেল।বৃহস্পতিবার সকালে স্কুল ক্যাম্পাসে প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল হাসান সোহেল তার ব্যক্তিগত ও পারিবারিক তহবিল থেকে দ্বিতীয় ধাপে এ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেণ।
প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল হাসান সোহেল জানান, করোনাভাইরাসের প্রভাবে প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের অভিভাবকরা কর্মহীন হয়ে পড়ে। এতে অসহায় ও দুস্থ পরিবারগুলো তাদের প্রতিবন্ধী শিশুদের নিয়ে মানবেতর জীবন যাপন করে।বিষয়টি তিনি অনুদাপন করে শিক্ষার্থী কথা ভেবে তার পারিবারিক উদ্যেগে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন। পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণী ইনক্লুসিভ স্কুলের সহকারী শিক্ষক মাহমুদা আক্তার, রোকসানা ইয়াসমিন, মায়া রাণী দাসসহ প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবকগল।
Leave a Reply