মো: শাহাদাৎ হোসেনরাজু, নরসিংদী:
নরসিংদীর পলাশে কৃষকদের মাঝে ধান কাটার মেশিন (কম্বাইন হারভেষ্টার) বিতরণ করা হয়েছে।
বুধবারে পলাশ উপজেলা কৃষিসম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ মেশিন বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে কৃষকদের হাতে ধান কাটার মেশিন তুলে দেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
পলাশ উপজেলা নির্বাহীঅফিসার (অ. দা.) ফারহানা আলীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারি উল্লাহ সরকার, উপজেলা কৃষিকর্মকর্তা মোহাম্মদ আমিরুল ইসলাম ও কৃষক শামীম ভূইয়া প্রমুখ।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা জানান, করোনা পরিস্থিতিতে এখন ধান কাটা শ্রমিক সংকট চলছে। সরকার তাই অর্ধেক দাম ভর্তূকি দিয়ে কৃষকদের মাঝে এ ধান কাটার মেশিন বিতরণ করছে। এ মেশিনের মাধ্যমে প্রতি ঘন্টায় এক একর অর্থাৎ ১০০ শতাংশ জমির ধান কাটা ও মাড়াই করা যাবে। তাছাড়া ধান কাটা ও মাড়াইতে শ্রমিকের সংখ্যাও কমে আসবে। এক একর জমির ধান কাটায় খরচপড়বে ১৫শ টাকা।
Leave a Reply