বাইজিদ আহাম্মেদ ঃ নরসিংদীর পলাশে বিভিন্ন ক্যাটাগরীতে পল্লী সমাজের ৫ নারীকে জয়িতার সংবর্ধনায় ভূষিত করা হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আজ সোমবার সকালে তাদের এ সংবর্ধনা দেয়া হয়। পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ’জয়িতা অন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় ৫ জন জয়িতা নির্বাচিত হন। এ বছর পল্লী সমাজের ৫ জয়িতা নারী হলো ,রেহেনা বেগম, কামরুন নাহার, মোছা. হালিমা বেগম শিউলী জেলা শ্রেষ্ঠ জয়িতা নারী শারমীন সুলতানাসহ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পলাশ থানার অফিসার ইনচার্জ শেখ মো. নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা পারভীন,এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,পল্লী সমাজের ফিন্ড অফিসার সায়েরা বানু, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।,
Leave a Reply