নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশে (১৭) বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের কুড়াইতলী এলাকার ছয়ঘরিয়া গ্রামে তৌকির (২১) নামে এক লম্পট এ ঘটনা ঘটায়। তৌকির (২১) উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর এলাকার রিপন সরকারের ছেলে। এ ঘটনায় শুক্রবার রাতেই ধর্ষক তৌকিরকে আসামী করে পলাশ থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন ধর্ষিতা কিশোরীর মা। পরে রাতেই ধর্ষক তৌকিরকে গ্রেফতার করে থানা পুলিশ।
পুলিশ ও ধর্ষণের শিকার কিশোরীর পরিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ঘটনার সময় ওই কিশোরী বাড়িতে একা ছিলেন। বাড়ীতে অন্য কেউ নেই বিষয়টি বুঝতে পেরে লম্পট তৌকির ঘরে ঢুকে ওই বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে। ঘটনার এক পর্যায়ে কিশোরীর আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এস তৌকিরকে আটক করে। পরে পলাশ থানায় খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: নাসির উদ্দিন জানান, ধর্ষণ করার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply