পলাশ প্রতিনিধি
নরসিংদীর পলাশে বজ্রপাতে দেলোয়ার হোসেন (৩২) নামে এক কৃষকের মৃত্যূ হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গজারিয়া গ্রামে ধান কাটার সময় বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের ফাইজদ্দিনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সকালে দেলোয়ার হোসেন, সামসুল হক ও মনির নামে তিন কৃষক গ্রামের জমিতে ধান কাটতে যায়। ধান কাটার এক পর্ষায়ে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে এক পর্যায়ে দেলোয়ার ও সামসুল হকের শরীরে বজ্রাঘাত পড়ে। এসময় এলাকাবাসী তাদের মুমূর্ষ অবস্থায় পলাশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। সামসুল হক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বজ্রপাতে দেলোয়ার হোসেনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
জোনাকি টেলিভিশন/ এস এইচ আর/১৫-০৫-২০ইং
Leave a Reply