“একটাই পৃথিবীঃ প্রকৃতির ঐকতানে টেকসই জীবন” মুল প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবসের র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৫ জুন) দুপুরে পলাশ উপজেলা প্রসাশন আয়োজিত র্যা লিটি পরিষদ সংলগ্ন রাস্তা প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে উপজেলা সন্মেলন কক্ষে এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু নাদের এস এ সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদারসহ প্রসাশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।
Leave a Reply