নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর পলাশে আফিয়া আক্তার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার ভোররাতে পলাশ উপজেলার গজারিয়া এলাকার একটি কচু খেত থেকে এ লাশ উদ্ধার করে। নিহত আফিয়া গজারিয়া গ্রামের আজহার উদ্দিনের মেয়ে। সে স্থানীয় গজারিয়া মহিলা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রীর ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আফিয়া তার বড় বোন, বোন জামাতা ও তাদের নবজাত সন্তানসহ এক ঘরে ঘুমিয়ে পড়ে। রাত প্রায় ২টা দিকে তার বোন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠলে দেখেন পাশে শোয়ে থাকা ছোট বোন আফিয়া নেই। এ সময় তারা ঘরের দ্বাইর কাটা অবস্থা দেখতে পায়। পড়ে বাড়ী সকলকে ডেকে তুলে। আফিয়া খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ীর পাশের একটি কচু খেতে রক্তাক্ত অবস্থায় তার মহদেহ দেখতে পায়। পরে পলাশ থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশে মুখে ও শরিরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন. নিহত ধর্ষণের স্বীকার হয়েছে কিনা তা এখনই বলতে পারছি না। তবে আমাদের সন্দেহের বাইরে কেউ না। সে জন্যই জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুই বোন. ভগ্নিপতি ও এক ভাইকে থানায় ডাকা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply