পলাশপ্রতিনিধি বাইজিদ আহাম্মেদ ঃ নরসিংদী পলাশে হাটি হটি পা পা করে৫০ বছর পূর্তি ও সাংস্কৃতি সন্ধ্যার আয়োজন করা হয় পলাশ উপজেলা ঐতিহ্য দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান পলাশ ইসলামিয়া আলিম মাদাসা । আজ মঙ্গল বার তাইতো ছুটে আসলে প্রিয় প্রাণের মাদ্সায় প্রাক্তন শিক্ষার্থীরা ।বহুদিন পর সহপঠিদের পেয়ে আনন্দে আতœহ্রা সবাই।৫০ বছর পূর্তিতে এ মহান্দ্রক্ষনে কে স্বরণ করে রাখার উদ্দেশ্যে এ মাদ্সায় অধ্যয়নত শিক্ষক শিক্ষার্থী বৃন্দ, শিক্ষার্থীদের পরিবারে অংশগ্রহনে অনুষ্ঠানটি আরও মিলনমেলার পরিনত হয়। জনাব আলহাজ্ব প্রফেসর মোঃ ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জনাব সৈয়দ মোঃ জাবেদ হোসেন চেয়ারম্যান,পলাশ উপজেলা পরিষদ ,পলাশ নরসিংদী, জনাব মোঃ আলহাজ্ব শরিফুল হক,মেয়র ঘোড়াশাল পৌরসভা ,উপস্থিত জনাব আলহাজ্ব এ,কে এম ফজলুল হক উপজেলা মাধ্যমিক শিক্ষা আফিসার পলাশ –নরসিংদী ,মোঃ শহিদুল হক ইসলাম রুমেল কমিশনার ৪নং ওয়ার্ড ঘোড়াশাল পৌরসভা সদস্য গভর্নি বডি ,পলাশ ইসলামিয়া আলিম মাদ্রাসা,অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক প্রমুখ
Leave a Reply