ডেস্ক রির্পোট
আমের পর এবার কোরবানির পশু পরিবহন করবে বাংলাদেশ রেলওয়ে।এমন সিদ্ধান্ত গ্রহন করেছে সরকার।আসন্ন ঈদুল আজহায় ট্রেনের মাধ্যমে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা-চট্টগ্রামে কোরবানির পশু পরিবহনের পরিকল্পনার কথা জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
মঙ্গলবার রেলভবন থেকে মন্ত্রী গণমাধ্যমকর্মীদের তার এই সিদ্ধান্তের কথা জানান।
রেলমন্ত্রী বলেন, ‘প্রচলিত ভাড়ায় দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে কোরবানির পশু পরিবহন করার পরিল্পনা নেয়া হয়েছে। এক্ষেত্রে প্রাণিসম্পদ অধিদপ্তর ও সংশ্লিষ্ট ব্যবসায়ী মহলের সাথে আলোচনা করে সম্ভাব্য দিন তারিখ, রুট ও স্টেশন নির্ধারণ করা হবে।’
ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে যেকোনো দিন থেকেই এ ট্রেন চালু করা যাবে বলে মন্ত্রী জানান।
তিনি বলেন, ‘গাইবান্ধা বা পাবনা বা কুষ্টিয়া থেকে চট্টগ্রামে গরু প্রতি সর্বোচ্চ ২৫০০ এবং ঢাকায় ১৫০০ থেকে ২০০০ টাকা ভাড়া হতে পারে।’
আগ্রহী ব্যবসায়ীদের রেলওয়ের কন্ট্রোল নম্বর ০১৭১১-৬৯১৫২০-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী।
করোনাভাইরাসের মধ্যে বাংলাদেশ রেলওয়ে আম পরিবহনের সুবিধার্থে ম্যাংগো স্পেশাল নামে ট্রেন চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে পরিচালনা করছে।
জোনাকী টেলিভিশন/এসএইচআর/৭ জুলাই ২০২০ইং
Leave a Reply