নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশে ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হকের উদ্যেগে এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মেয়র শরিফুল হকের ব্যক্তিগত অর্থায়নে বুধবার দুপুরে ঘোড়াশাল পৌর মিলনায়তন প্রাঙ্গণে পাঁচ হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত মানুষের হাতে এসব ঈদ সামগ্রী তুলে দেন । উপহার সামগ্রী হিসেবে চাল, তেল, সেমাই, চিনি, পিয়াজ, ডাল ও তরল দুধ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শফি প্রমুখ।
সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে আওয়ামীলীগের কর্মীরা কাজ করে যাচ্ছে। পলাশে এর ব্যপ্তি ঘটেনি। পলাশ উপজেলা অওয়ামী লীগের নেতাকর্মীসহ জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রীর ডাকে সারা দিয়ে এলাকার হত দরিদ্র অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হকের উদ্যোগে এখানে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে।
Leave a Reply