পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
কোরোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপি লকডাউন শুরু হওয়ায় কর্মহীন হয়ে পড়েছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিজন ও দলিত স¤প্রদায়ের মানুষ। তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছেন পার্বতীপুরের বে-সরকারী উন্নয়ন সংস্থ্য গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে)।
রোববার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরসভার ইব্রাহিম নগর, জাহাঙ্গীরনগর ও পোরাভিটা এ তিন এলাকার হরিজন ও দলিত স¤প্রদায়ের ১২০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে গ্রাম বিকাশ কেন্দ্র। এসময় প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আলু, তেল, লবণ প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সমাজসেবা কর্মকর্তা তাপস রায়।
এচাড়াও গ্রাম বিকাশ কেন্দ্রে পরিচালিত আলো প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার নুরে আলম সিদ্দিকী (নিউটন), সি.ডি.এফ. রবিউল ইসলামসহ বাবুপারা হরিজন শান্তি স্পর্টিং ক্লাবের এান বিতরন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply