কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
পিছে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্র্রহন বাংলাদেশের সংবিধানের ২৮(১) ও ২৮(৪) ধারা অনুযায়ী ধম, গোষ্ঠী,বণ র্নারী-পুরুষ, লিঙ্গ বৈচিত্র বা জন্মস্থান ও পেশার কারণে রাষ্ট্রে কোন নাগরিকের প্রতি বৈষম্য প্রদশর্ন করতে পারবে না। কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে দেখা যায় কেবল ধম-গোষ্ঠী-বর্ণগত ভিন্নতার কারনেই মোট জনসংখ্যার একটি বড় অংশ বিশেষ করে পিছিয়ে পড়া জনগষ্ঠী হিসেবে দলিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের মানুষেরা বৈষম্যের শিকার ও তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বিদ্যমান এই বাস্তবতায় ইউরোপিয়ান ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান, এইড এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন দেশের আটটি জেলার তিয়াত্তরটি উপজেলায় পিছিয়ে পড়া জননগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহন শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্প কার্যক্র মের অংশ হিসেবে কর্মএলাকার প্রতিটি উপজেলাতে প্রকল্প অবহিতকরণ ও উপজেলা এডভোকেসি নেটওয়াক কমিটি গঠন সভা পরিচালিত হচ্ছে।
মঙ্গল সকাল দশ টায় নওগাঁ অভিজাত চাইনিজ সুরেনা রেস্টুরেন্ট চুড়িপট্টি কনফারেন্স হল রুমে ওয়েভ ফাউন্ডেশন আয়োজনে ওয়েভ ফাউন্ডেশন নওগাঁ সদর উপজেলা সভাপতি পারভিন আকতার উপজেলা ভিত্তিক কর্মশালার উদ্বোধন ঘোষনা করেন।
এ কর্মশালায় নওগাঁ জেলার, আত্রাই,রানীনগর, মান্দা, নিয়ামতপু, নওগাঁ সদর পাঁচটি উপজেলার সভাপতি/ সাধারন সম্পাদক সহ ক্রিষ্টিয়ান এইড প্রোগ্রাম ম্যানেজার সাহেনুর আলম চৌধুরী(বন্যা), ওয়েভ ফাউনেন্ডশন প্রোগ্রাম কডিনেটর অনিরুদ্র রায়, ওয়েভ ফাউনেন্ডশন রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ম্যানুয়েল টুডু, বিভাগীয় সহকারী সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষ,উপজেলা সহায়তাকারী মিনহাজুল করিম (ইমন) রানী নগর ওয়েভ ফাউন্ডেশন সদস্য সচিব সাংবাদিক মোঃ ছাইফুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশন আত্রাই উপজেলা শাখার সদস্য সচিব সাংবাদিক কামাল উদ্দিন টগর, জাতীয় পুরস্কার প্রাপ্ত উত্তরণ কারুপল্লী সত্বাধিকার মিস জয়িতা পলি, জয়িতা সান্তা আক্তার প্রমূখ কর্মশালা অংশ গ্রহন করেন।
Leave a Reply