ডেস্ক রিপোর্ট:
পিরোজপুর জেলায় ভূমি ব্যবস্থাপনা ও সেবায় ইনফরমেশন টেকনোলোজির প্রয়োগ শীর্ষক চারদিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
গতকাল ১১ জুন ২০২০ তারিখ বৃহষ্পতিবার পিরোজপুর জেলার সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন এ প্রশিক্ষণ কমর্সূচির শুভ উদ্বোধন করেন। আগামী ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য এ প্রশিক্ষণে ভূমি ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ, ভূমি তথ্য সেবা ও কাঠামো, ই-মিউটেশন, ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসের রেজিস্টার সংরক্ষণ ও হালনাগাদ করণ, নামজারি রিভিউ ও মিস মোকদ্দমা, ভূমি উন্নয়ন কর আদায় ও প্রতিবেদন প্রেরণ, রেন্ট সার্টিফিকেট মামলা, খাসজমি ও সায়রাত মহল ব্যাবস্থাপনা, এসএফ লিখন পদ্ধতি, চান্দিনা ভিটি লীজ প্রদান পদ্ধতি, উত্তরাধিকার সম্পর্কিত সংশ্লিষ্ট বিধি-বিধান প্রভৃতি সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা প্রদান করা হবে।
আজ ১২ জুন ২০২০ তারিখ শুক্রবার বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মোঃ আক্তার জামীল প্রশিক্ষণে তিনটি সেশন পরিচালনা করেন । তিনি ভূমি ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ, ভূমি তথ্য সেবা ও কাঠামো, ই-মিউটেশন, এসএফ লিখন পদ্ধতি, চান্দিনা ভিটি লীজ প্রদান পদ্ধতি, ভূমি উন্নয়ন কর আদায়, রেন্ট সার্টিফিকেট মামলা পরিচালনার বিষয়ে প্রশিক্ষণার্থীদের বিস্তারিত অবহিত করেন।
উল্লেখ্য, পিরোজপুর জেলার সর্বমোট ৩২ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, সার্টিফিকেট সহকারী, অফিস সহকারী ও নামজারী সহকারীবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। এছাড়া, প্রশিক্ষণে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পালও উপস্থিত ছিলেন।
Leave a Reply