1. mostafa0192@gmail.com : admin2024 :
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০১:৪২ অপরাহ্ন

পুলিশ ঘুমায় সন্ত্রাসী জাগে, গা জ্বলে যায় ব্যথায় রাগে!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৯২ বার পঠিত

মো.মাহবুব আলম:

গেলো কয়েক বছরে হাইওয়ে তে অটো, সিএনজি আটক করে জরিমানা আদায় করায় নরসিংদী জেলা পুলিশ যতটা সফল ; অপরাধ দমনে, হত্যার রহস্য উদঘাটনে, চরের টেটাযুদ্ধ বন্ধে ঠিক ততটাই ব্যর্থ।

এ নিয়ে বিস্তর আলোচনা করা যাবে, বস্তার বস্তা দৃষ্টান্ত দেখানো যাবে। এসব বিষয় নিয়ে লিখি না ; শত্রু তৈরি হয়। খোদ প্রশাসনের বিষয় নিয়ে কথা বলতে গেলে এর ভবিষৎ যে খুব একটা ভালো হবে না সেটা আমি নয়; পাঠক হয়ে আপনিও জানেন সে কথা! এ লেখা যখন লেখতে বসেছি তখনও নরসিংদী শহরে দুটি মৃত্যুর খবর পেয়েছি।

বলবো দুটিই হত্যাকান্ড। একটা প্রকাশ্যে রাস্তায় ; আরেকটা ট্রেনে কাটা পরে। ট্রেনে কাটা পরা মৃত্যুকেও কেন হত্যাকান্ড বলছি? কেন ভাই এটার উত্তর আমাকে কেন দিতে হবে? আমাদের রেলওয়ে পুলিশ আছে না? জননিরাপত্তা নিয়ে তাদের ভূমিকা কি? শুধু টিকেট কালোবাজারি রোধ করা? কেন? স্ট্রেশনের আশেপাশে, রেলের জায়গায়, গলিতে তাদের কোন কাজ নাই? না থাকলে কেন নাই? নরসিংদী আমাদের প্রাণ, প্রাণের শহরে লাশের খবরে, রক্তের গন্ধে আমাদের জীবনযাত্রা অসহনীয় হয়ে পরেছে। এখানে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব না দিলে খুন গুম কমবে না! গেলো ১০ বছরে কয়টা হত্যার রহস্য উদঘাটিত হয়েছে? গিয়ে খোজ নেন! দেখেন সিএনজি প্রতি ঘুষের কি রমরমা ব্যবসা চলে! পুলিশেরই কিছু অসাধু কর্মকর্তারা সে ব্যবসার মহাজন! কিন্তু আপনি আমি বিনা ড্রাইভিং লাইসেন্স এ মোটরসাইকেল চালালেই সমস্যা!

নরসিংদীর গ্রামে শহরে ইয়াবা, গাজা, মদ এখন সিগারেটের মত সহজলভ্য। বিগত আওয়ামীলীগ সরকারের পতনের পর নতুন বাংলাদেশে এসব থাকবে না ভেবেই আশায় ছিলাম! কিন্তু কে শুনে কার কথা! আগে থেকেই আইনশৃঙ্খলা আকাশে উঠা নরসিংদী তে পুলিশ সুপার মহোদয় দায়িত্ব নিয়েই সদর থানার পুকুরে মৎস্য অবমুক্ত করণ করলেন! এটা প্রশাসনিক রীতি। আচ্ছা পুলিশ সুপারকে কেন মাছের পোনা অবমুক্ত করে সময় নষ্ট করতে হবে? আমাদের মৎস্য বিভাগ কি করে? কি যে করে সব জানি; কয়জনের আমলনামা বলবো!

একদিকে আমাদের পুলিশ সুপার মহোদয় মাছের পোনা পুকুরে অবমুক্ত করছেন আর অন্য দিকে নরসিংদীর নদীগুলোতে নিষিদ্ধ জাল দিয়ে পোনামাছ সহ তুলে ফেলা হচ্ছে! আমাদের নৌ পুলিশ কি করে? নরসিংদীর মেঘনায় চলা স্পিড বোর্ডগুলো থেকে কারা প্রতিদিন চাদাঁ তুলে? এ বিষয়ে পুলিশের ভূমিকা কি? কেন স্পিড বোর্ডগুলোর ভাড়া নিয়ে তুঘলকি কান্ড ঘটে? এর দায় কে নিবে? কেন নরসিংদী শহরের কর্মজীবীদের ঘন্টার পর ঘন্টা চলে যায় জ্যামে? ট্র্যাফিক বিভাগ কি করে? কেন এখনো শিবপুর বাসস্ট্যান্ডে গাড়ি প্রতি চাদাঁ তোলা হচ্ছে? হাইওয়ে তে সিএনজি নিষিদ্ধ ; কিন্তু কিছু কিছু সিএনজি পুরো মহাসড়ক দাপিয়ে বেড়ায় কোন অদৃশ্য ইঙ্গিতে? আমাদের হাইওয়ে পুলিশ কি বলবে?

নরসিংদী তে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে এক অন্য রকম নরসিংদী উপহার দিতে চেয়েছিলেন সাইফুল্লাহ আল মামুন। তিনি এখন অতিরিক্ত ডি আই জি। উনার খুব কাছে থেকে উনার কয়েকটি আইডিয়া দেখে মুগ্ধ হয়েছিলাম। পুলিশের প্রতি শ্রদ্ধাবোধ তখনই অনেক বেড়ে গেছে। শ্রদ্ধা এখনও করি। পুলিশের মধ্যে এমন অনেককেই চিনি সততায় যারা পাহাড় সমান। সাইফুল্লাহ আল মামুন প্রথম নরসিংদী তে ড্রোনের মাধ্যমে অপরাধী সনাক্তকরণের উদ্যোগ নিয়েছিলেন। ক্যাবলে “পিটিভি” বা পুলিশ টেলিভিশন, নরসিংদী খুলে ছিলেন। তিনি বলেছিলেন পুলিশের কিছু কিছু অভিযান টেলিভিশনে লাইভে হবে! যেন পুলিশের উপর কেউ দোষারোপ করতে না পারে যে পুলিশ ঘুষ খেয়ে মোটরসাইকেল ছেড়ে দিছে, আসামী ছেড়ে দিছে। এসপি হিসেবে শুধু অফিসে বসে না থেকে তিনি ছুটে গিয়েছিলেন বিভিন্ন স্কুল কলেজে। ঘন্টাব্যাপী ছাত্রদের নিয়ে ক্লাস করতেন। একদিন আমি জিঙ্সেস করলাম স্যার ছাত্রদের ক্লাস কেন করেন? তিনি বলেছিলেন-“পুলিশ একা কিছু করতে পারবে না। সবাইকে সচেতন হতে হবে। আজকের ছাত্ররা আগামী দিনের শক্তি। সচেতনার শপথ তাদের থেকেই জাগবে বেশি।” সাইফুল্লাহ আল মামুন পুলিশ সুপার থাকাকালে সকল শ্রেণী ও পেশার মানুষ খুব সহজে তার সাথে দেখা করতে পারতো। অথচ এখন আমাদের এসপি অফিসের সামনে গেলে দেখবেন গেট থেকে অফিস পর্যন্ত তিন স্তরের নিরাপত্তা! এমনভাবে প্রশ্ন করা হয় যাতে সাধারণ মানুষ ভয়ে এসপি পর্যন্ত যেতেই পারেন না! গেলেও ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়! সাইফুল্লাহ আল মামুনের মত পুলিশ সুপার বা পুলিশ এত কম কেন? তাদেরকে তো খুব দরকার! নরসিংদী তে কয়েকবার এমন এসপি আসলে নরসিংদী শান্ত হবে! আগুনের তীব্রতা তাই বলে!

নরসিংদীর নতুন পুলিশ সুপারের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ হয়নি। এত অল্প দিনে চলমান নৈরাজ্যের দায় তাকে দেওয়া যায় না! আমরা বরাবরই আশাবাদী। প্রায় দুই হাজার প্রাণ দেওয়া হয়েছে গেলো জুলাই, আগষ্টেও! শুধুমাত্র শান্তি ও অধিকারের জন্য আমরা সবকিছু ত্যাগ করতে পারি ; প্রমাণ তো বারবার দেখিয়েছি। তিনি কিভাবে নরসিংদীকে এগিয়ে নিবেন এটা তার বিষয়! তবে আমরা শান্তি চাই। আমাদের আইনশৃঙ্খলা মিটিং গুলোতে দালাল, চাটুকারে ভীর জমে যায়! বিগতবেলার এই সংস্কৃতির বাইরে কি নতুন এসপি যাবেন? অযোগ্য, বেহায়া কিছু লোককে নিয়মিত আইনশৃঙ্খলা মিটিং এ দেখি তাদের বিকল্প যে ননরসিংদী তে শত শত আছেন তার খোজ কি পুলিশ সুপার ও ডিসি মহোদয় নিবেন? কথা দিচ্ছি যদি নরসিংদীর প্রশাসন প্রয়োজন মনে করে অবশ্যই পাশে থাকবো। তবে শর্ত হলো দালাল আর চাটুকারদের সাথে এক টেবিলে বসে সময় নষ্ট করবো না! কিভাবে কঠোর হতে হয়, কোথায় মানবিক হওয়া উচিত এ বিষয়গুলো নিয়ে আমাদের প্রস্তাবনা আছে। আমাদের আলাপে ডাকলে আসবো! নতুন পুলিশ সুপার নিজেকে স্মরণীয় ও সম্মানিত করে নরসিংদীর ২৪ লক্ষ মানুষের মন জয় করার সুযোগ কাজে লাগাবেন কি না এটা তার বিষয়! তবে হ্যা- সত্যি বলছি! আমাদের একজন সেরা পুলিশ সুপার দরকার! যার চলে যাওয়ার যুগ যুগ পরও আমরা তাকে স্মরণ করবো, তার গল্প নতুনদের বলবো, তার স্মৃতিতে ভালোবাসা জানাবো। যুগ জয়ী মানুষ পৃথিবীতে কমই আসেন ; কোন দৃষ্টান্ত রাখবেন এটা পুলিশ সুপার মহোদয়ের একান্ত নিজস্ব বিষয়!

লেখক: মো.মাহবুব আলম

প্রতিষ্ঠাতা : উন্মোচন সাহিত্য পরিষদ-উসাপ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host