শ্রীপুর (গাজীপুর):
পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার দুপুরে পৌর এলাকার ভাংনাহাটি সবুজ পাতা রিসোর্টে গাজীপুরের শ্রীপুরে বিএনপির নির্বাহী কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ে
পৗর বিএনপির সভাপতি কাজী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা রুহুল আমিন।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিরাজ উদ্দিন কাইয়া, সাখাওয়াত হোসেন সবুজ, হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মুনছুর মন্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুলল্লাহ শহীদ, জেলা বিএনপির সদস্য শরিফ মোহাম্মদ সিদ্দিকী, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী খোকন প্রধান, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল হোসেন প্রধান, গাজীপুর জেলা যুব দলের সদস্য আনোয়ার হোসেন খান, গাজীপুর জেলা যুব দলের সহ ক্রীড়া সম্পাদক মোঃ আবু তাহের প্রধান, জেলা ছাত্রদল নেতা রাসেল সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াউল ইসলাম মোড়ল রিফাত, যুগ্ম সম্পাদক বাপ্পি সরকার, পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক তুহিন প্রধান প্রমূখ।
সভায় বক্তারা আগামী পৌর নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার আহবান জানান। সভার শেষ পর্যায়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শহিদকে বিএনপির মেয়র প্রার্থী হিসাবে চুড়ান্ত প্রস্তাব করা হলে জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক খোকন প্রধানের কর্মী সমর্থক ও তৃনমূলের অনেক বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ দেখা যায়।
Leave a Reply