1. mostafa0192@gmail.com : admin2024 :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন

প্রতিদিন এক কাপ চায়ে মগজাস্ত্র ধারালো হবে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ৩০৩ বার পঠিত

এক কাপ চায়ে আপনি কাকে চান? এহো বাহ্য! আপনি কাউকে চান বা না চান, রোজ সকালে ধোঁয়া ওঠা এক কাপ চা (lovers) কিন্তু আপনাকে অনেক কিছুই দিতে পারে! যেমন? যেমন, কাপে ঠোঁট ঠেকিয়ে ছোট্ট চুমুক দিলেই নিমেষে তাজা আপনি। পেট পরিষ্কার সহজেই। সঙ্গে বাড়তি পাওনা, শরীরের সঙ্গে ফুরফুরে (energy booster) আপনার মনও। কারণ, মগজাস্ত্র ধারালো (brain health) করতেও নাকি এক কাপ চা যথেষ্ট। এটা কথার কথা নয়, সমীক্ষা বলছে, আদা-এলাচের মতো মশলা মেশানো হোক বা লিকার চা, দুধ দিয়ে ঘন করে বানানো হোক বা চিনি-দুধ ছাড়া চা, একমাত্র এই পানীয়ই পারে আপনাকে তন্দরুস্ত রাখতে। তার জন্য রোজ সকালে এক কাপ গরমাগরম চা ডায়েটে চা-ই।

 

সমীক্ষা আরও বলছে, মগজাস্ত্র ধারালো করা ছাড়াও কথাবার্তা এবং আচার-ব্যবহারের জড়তা কাটাতেও নাকি চা সিদ্ধহস্ত। এমনকি, স্নায়ুর একাধিক সমস্যাও কমে নিয়মিত চা খেলে।  বেজিংয়ের সিংঘুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ডা. জুনহুয়া লি জানিয়েছেন, এই জন্যেই চিন দেশে আবিষ্কৃত হলেও সারা বিশ্বে এই পানীয়ের এত আদর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host