বিশ্বকাপজয়ী বাংলাদেশ যুব ক্রিকেট দল ঢাকায় এসে পৌঁছায় বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পর বিশ্বজয়ী আকবর আলিদের সংবর্ধনা জানায় ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সেখান থেকে বিশ্বকাপজয়ী দলকে ‘চ্যাম্পিয়ন বাস’-এ নিয়ে আসা হয় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। বিমানবন্দরের মতো স্টেডিয়ামও লোকে লোকারণ্য হয়ে ওঠে আগে থেকেই। নিজেদের হোম অব ক্রিকেটে আকবর আলীরা লাল গালিচা দিয়ে মাঠে প্রবেশ করেন।
তারপরই কেক কেটে, কেক খাইয়ে তাদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কেক কাটা পর্বের আগেই বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেন পাপন ও যুবা অধিনায়ক আকবর আলী।
এরপর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যোগ দেন বিসিবি সভাপতি ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক। এ সময় বিসিবি সভাপতি বলেন, ‘অনূর্ধ্ব ২১ দল গঠন করা হবে বিশ্বকাপজয়ী যুবাদের নিয়ে। প্রত্যেক ক্রিকেটার দুই বছর বিসিবির তত্ত্বাবধানে থাকবেন এবং এই সময় একেকজন প্রতিমাসে পাবেন এক লক্ষ টাকা করে।’
Leave a Reply