রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকীর প্রতিবাদে বিএনপি, জামাত জোটের নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে নরসিংদীর রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযদ্ধ-৭১।
আজ সোমবার (৬জুন) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাপ্ত হয়।
বিক্ষোভ মিছিলে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাদেক, সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযদ্ধ-৭১ এর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সহ কয়েকশতাধিক মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তানগণ অংশগ্রহন করেন।
এর পূর্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযদ্ধ-৭১ এর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply