মনিরুজ্জামান,মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার বিপিএম, পিপিএম(বার) বলেছেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মতো আমাদের রয়েছে গতিশীল নেতৃত্ব, আমরা সৌভাগ্যবান। করোনা মহামারী সারা বিশ্বের উন্নত দেশগুলোকে অর্থনৈতিক মন্দায় ফেললেও বাংলাদেশর মতো একটি উন্নয়নশীল দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে করোনার ধকল কাটিয়ে অর্থনৈতিক মন্দা কাটিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে।’
মঙ্গলবার (২৬জানুয়ারী) বিকেলে নতুন ভাড়াটিয়া ভবনে মাধবদী থানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নরসিংদীর পুলিশ সুপার এসব কথা বলেন।
ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর বিপরীতে জজ ভূঁইয়া গ্রুপের মালিকানাধীন আধুনিক সাজসজ্জায় সজ্জিত ভাড়াটিয়া ভবনে মাধবদী থানার কার্যক্রম শুরু করে।
তিনি জননেত্রী শেখ হাসিনার দক্ষ ও গতিশীল নেতৃত্বের কথা উল্লেখ করে আরও বলেন, করোনা মহামারীর সময় বাংলাদেশ পুলিশ তাদের জীবন বাজি রেখে প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করেছেন।
প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ সাধারণ মানুষের ঘরে ঘরে খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পৌঁছে দিতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য প্রাণ হারিয়েছেন।
একটি দেশর উন্নতি ও অগ্রগতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অত্যন্ত গুরুত্বপূর্ণ যা শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা সম্ভব নয়। থানা হবে মানুষের সেবার প্রাণকেন্দ্র। থানাকে সেবার প্রাণকেন্দ্র বানাতে হলে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা অত্যাবশ্যক। তাই ক্ষুধা, দারিদ্র্য,নেশা ও চাদাবাজ মুক্ত টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি সমৃদ্ধ দেশ গড়তে প্রশাসনকে সহযোগিতায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এসময় আরো বক্তব্য রাখেন,মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান, জজ ভুইয়া গ্রুপের চেয়ারম্যান ফাইজুর রহমান জুয়েল, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সফর আলী ভূঁইয়া।
পরে কেক কেটে নতুন ভাড়াটিয়া ভবনে মাধবদী থানার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নরসিংদী জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) শাহেদ আহমেদ, বাংলাদেশ তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলী, নরসিংদী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট মোশারফ হোসেন, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডঃ মশিউর রহমান মৃধা, বিশিষ্ট শিল্পপতি জাকির হোসেন, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, কোষাধ্যক্ষ সেলিম মিয়া, নরসিংদী সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জাকারিয়া, মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি আল-আমিন সরকার, ওসি পলাশ,বেলাব, রায়পুরা, শিবপুর,মাধবদী থানার অন্তর্গত সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,ব্যবসায়ী সংগঠন ও সামাজিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply