খালিদ হাসান রিংকু, কুষ্টিয়া:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য এ্যাড, আঃ কঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্র সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১১ টার সময় দৌলতপুর উপজেলার ফিলিপনগর পি এস এস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা ও কেক কেটে দলীয় সভানেত্রীর জন্মদিন উদযাপন করেন নেতা কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডিএম সাইফুল ইসলাম সেলি, সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলু, সহ-সভাপতি টিপু নেওয়াজ, যুগ্ম সাধারণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, এছাড়াও উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগের হাজারো নেতানকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় সংসদ সদস্য আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বলেন, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগকে শক্তিশালী করতে নেতাকর্মীদের সাথে নিয়ে একযোগে কাজ করার আহবান জানান এবং আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও কেক কাটা হয়।
Leave a Reply