প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের সাবেক রাষ্ট্রপতি, উপমহাদেশের প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব প্রণব মুখার্জিকে শ্রদ্ধা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান।
মঙ্গলবার সকালে নয়াদিল্লিতে বাসভবনে গিয়ে তিনি প্রণব মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রণব কন্যা শর্মিষ্টার প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে ভারতে বাংলাদেশ হাই কমিশন আগামীকাল বিকাল চারটায় প্রণব মুখার্জির মৃত্যুতে শোক জানাতে এক সভার আয়োজন করেছে।
গতকাল সন্ধ্যায় দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রণব মুখার্জি।
ভারতে সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিক প্রণব মুখার্জির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ-বিদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ।
তার মৃত্যুতে গতকাল সোমবার থেকে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার। অন্যদিকে বুধবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।
সূত্র: ইত্তেফাক
Leave a Reply