মো. মোস্তফা খান, নরসিংদী:
বিদ্যুৎ বিভাগ কর্তৃক আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ২ টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ১১ টি গ্রিড উপকেন্দ্র, ৬ টি সঞ্চালন লাইন এবং নরসিংদী জেলার বৃহত্তর রায়পুরাসহ ৩১ টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কনফারেন্সে নরসিংদী জেলা থেকে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মতিন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ, রায়পুরা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ ইউসুফ, ডিজিএম মোঃ মাহফুজুর রহমান, রায়পুরা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সিদ্দিকুর রহমান প্রমূখ।
উক্ত কার্যক্রম উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রী মুজিববর্ষে দেশের সকল প্রান্তে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিতকরণের নির্দেশনা প্রদান করেন এবং বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার জন্য ব্যবহারকারীদের প্রতি আহবান জানান।
পরে বিকালে রায়পুরা উপজেলা পরিষদ কমপ্লেক্স সংলগ্ন শতভাগ বিদ্যুতায়নের ফলক উন্মোচন করেন উপজেলা প্রশাসন।
Leave a Reply