রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় প্রবাসী কল্যাণ ব্যাংক এর ৯২ তম রায়পুরা উপজেলা শাখার উদ্বোধন করা হয়েছে।
রোববার ( ২২ মে) সকালে রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটরিয়াম ভবনে নরসিংদী-৫ রায়পুরা আসনের সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ শাখার উদ্বোধন করেন।
এসময় তিনি প্রবাসী কল্যাণ ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি বলেন, রায়পুরা উপজেলায় এ ব্যাংকটি প্রতিষ্ঠিত হওয়ায় উপজেলার সাধারণ মানুষদের জন্য একটি দ্বার চালু হয়েছে।
তিনি আরোও বলেন, যারা প্রবাসী কল্যাণ ব্যাংক এর মাধ্যমে বিদেশে যাচ্ছে তারা রেমিট্যান্স পাঠাচ্ছে অনেক এতে করে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক ও দেশের অনেক উন্নতী হচ্ছে। পরে ফিতা কাটার মাধ্যমে তিনি আনুষ্ঠানিক ভাবে ব্যাংকটির শুভ উদ্বোধন ঘোষনা করেন।
এসময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: সাজ্জাত হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, প্রবাসী কল্যাণ ব্যাংক এর জেনারেল ম্যানেজার মো. নূর আলম সরদার, রায়পুরা শাখার ব্যবস্থাপক সালাহ উদ্দিন, রায়পুরা থানার পুলিশ পরিদর্শক আতাউর রহমান সহ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
Leave a Reply