নিজস্ব প্রতিবেদক:
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বীমাগ্রাহক মরহুম মাষ্টার শাফি হোসেন চিশতী (ইউশা) এর মরণোত্তর বীমাদাবির ৪,৪০,২৮০/- (চার লক্ষ চল্লিশ হাজার দুইশত আশি) টাকার চেক উক্ত বীমার মনোনীতক তথা বীমাগ্রাহকের পিতা লায়ন ড. সাজ্জাদ হোসেন চিশতী (দৈনিক জবাবদিহির পরিচালক ও যুগ্ম সম্পাদক ) এর নিকট হস্তান্তর করা হয়।
উক্ত চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে), চিফ কনসালটেন্ট রহিম উদ্-দ্দৌলা চৌধুরী, ডিএমডি ও ইনচার্জ (উন্নয়ন প্রশাসন) মোঃ আনিছুর রহমান মিয়া, এসইভিপি ও ইনচার্জ (প্রশাসন) কাজী আবুল মনজুর, এসইভিপি ও ইনচার্জ মীর ফেরদৌস আহাম্মেদ (ঢাকা কর্পোরেট জোন-৪), জেএসভিপি ও ইনচার্জ (পলিসি ও দাবী) মুহাঃ আলমগীর হোসেন খান।
Leave a Reply