নিজস্ব প্রতিবেদক
তরুণ উদ্যোক্তা ও সংগঠক, কালের কণ্ঠ শুভসংঘ রায়পুরা শাখার সভাপতি ফারহান জোনায়েদকে অপহরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় সাহিত্য সংস্কৃতিক ও নাগরিক সংগঠন উন্মোচন সাহিত্য পরিষদ-উসাপ। জানা যায় রায়পুরার রাধাগঞ্জ বাজারে ব্যক্তিগত কাজে গেলে পিস্তল ঠেকিয়ে ফারহান জোনায়েদকে অপহরণ করে এক দল দুর্বৃত্ত। আর এক লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ পেয়ে তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা। আর এ ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও কাউকে শনাক্ত করে গ্রেফতার করতে না পারায় তীব্র নিন্দা জানিয়েছে উসাপ। এক বিবৃতিতে উসাপ’র প্রতিষ্ঠাতা মো. মাহবুব আলম বলেন-তরুণ সংগঠক ফারহান জোনায়েদদের নিরাপত্তা না দিতে পারা প্রশাসনেরই ব্যর্থতা। তিনি জোর দাবী করে বলেন, মুজিববর্ষে দিনের বেলায় এমন ঘটনা কখনোই আমাদের কাম্য নয়। আমরা প্রত্যাশা করব প্রশাসন অতিদ্রুত ফারহান জোনায়েদকে অপহরণকারীদের শনাক্ত করে গ্রেফতার করবে। জানা যায়, ফারহান জোনায়েদ কালের কণ্ঠ শুভ সংঘ ছাড়াও উৎসর্গ ফাউন্ডেশন নরসিংদী জেলা শাখার সভাপতি ও রোটারেক্ট ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।
Leave a Reply