ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রী কলেজের আয়োজনে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ শুরু হয়েছে।
শনিবার দুপুর ১২ টায় কলেজ মাঠে প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। কলেজ গভর্নিং বডির সভাপতি আজিজার রহমান মাষ্টারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে গর্ভনিংবডির সদস্য নজরুল ইসলাম বকসী, অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, শিল্পপতি ওয়াহেদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল,সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন, ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদুল হক মিলন সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে ডিগ্রী বেঙ্গল টাইগার একাদশকে ০২-০৪ গোলে পরাজিত করে মানবিক ইলেভেন স্টার একাদশ বিজয়ী হয়েছে।
Leave a Reply