তুহিন ভূইয়াঃ- করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এই সংকটময় সময়ে নরসিংদী মানব কল্যাণ সংঘের উদ্যোগে ফেসবুক ভিত্তিক গ্রুপ আমরা করোনা যোদ্ধার মেডিকেল ও ভলান্টিয়ার টিম গঠন করা হয়েছে। প্রধান সমন্বয়ক ডাঃ মোঃ সোহরাব হোসেন তমালের নেতৃত্বে
নরসিংদীর ৬টি উপজেলা ভিত্তিক ভিন্ন ভিন্ন মেডিকেল ও ভলান্টিয়ার টিম গঠন করা হয়েছে।বিশেষজ্ঞ ১৫ জন ডাক্তার সহ ৬৬ জন চিকিৎসক ও ৪৩ জন ভলান্টিয়ার নিয়ে আমরা করোনা যোদ্ধা চিকিৎসক সমাজ গঠন করা হয়েছে।
নরসিংদী মানব কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক এস এম শরীফুল ইসলাম বলেন র্বতমান সংকটকালীন সময়ের সাধারণ মানুষকে সেবা দানের লক্ষ্যে আমাদের এই আয়োজন। আমরা প্রতিটি উপজেলা ভিত্তিক চিকিৎসক ও ভালান্টিয়ার করে দিয়েছি। যে কোনো উপজেলায় সমস্যা হলে আমাদের টিম তাদের সেবা প্রদান সহ বিভিন্ন ভাবে সাহায্য করবে।
Leave a Reply