বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান আর নেই।
শনিবার সকাল সোয়া ৮টায় তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিসিইউতে ছিলেন। সকালে তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়।
আব্দুল মান্নান বগুড়া-১ আসনের এমপি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি ২০০৮ সাল থেকে টানা তিনবার নির্বাচিত সাংসদ ছিলেন।
শনিবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, মরহুম আব্দুল মান্নানের মরদেহ রাজধানীর বারডেম হাসপাতালের হিমাগারের রাখা হবে। তার মেয়ে কেলিফোর্নিয়ায় অবস্থান করার কারণে মরদেহ সেখানে সংরক্ষণ করা হবে।
সোমবার সকাল ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা নামাজ শেষে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।
সেখানে জানাজা শেষে আব্দুল মান্নানের মরদেহ পরে হেলিকপ্টারে করে বগুড়ার সোনাতলায় নিয়ে যাওয়া হবে। সোনাতলায় জানাজা নামাজ শেষে গ্রামের বাড়ি সারিয়াকান্দিতে দাফন করা হবে।
Leave a Reply