ডেস্ক রির্পোট
বগুড়া সদরে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসে থাকা দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শনিবার সকাল সাড়ে ৭টায় সদরের মাটিডালী-বনানী (দ্বিতীয় বাইপাস)সড়কে খামারকান্দি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খামারকান্দি পশ্চিমপাড়ার মৃত আফতাব হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৪৫) ও একই এলাকার মৃত আফছার আলীর ছেলে দুলাল হোসেন (৪০)।
নারুলী পুলিশ ফাঁড়ির কর্মকর্তা জামিলুর রহমান জানান, আইসক্রিম সামগ্রী নিয়ে একটি পিকআপ মুন্সীগঞ্জ থেকে নীলফামারী যাচ্ছিল। নিহত দুজন খামারকান্দিতে দ্বিতীয় বাইপাসের পাশে বসে গল্প করছিলেন। খামারকান্দিতে এসে পিকআপ চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। পিকআপটি খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই উল্টে যাওয়া পিকআপের ভেতর থেকে চালক-হেলপার বের হয়ে পালিয়ে যান। পরে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে পিকআপটি তাদের হেফাজতে নেন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক রেজাউল করিম রেজা জানান, নিহতদের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। পিক-আপের চালক ও হেলপারকে চিহ্নিত করতে চেষ্টা চালানো হচ্ছে ।
জোনাকি টেলিভিশন/০৬-০৬-২০ইং
Leave a Reply