আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক পাঁচ খুনিকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় সম্পূর্ণভাবে কার্যকর করতে না পারব, ততক্ষণ পর্যন্ত তাদেরকে খুঁজে বের করে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে। যখন তাদেরকে আনা হবে তখনই এই প্রচেষ্টার পরিসমাপ্তি ঘটবে।’
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘নূর চৌধুরী কানাডীয় সরকারের কাছে কি লিখেছেন এবং কি কারণে তাকে সেখানে থাকার অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলো জানার জন্য আমরা কানাডীয় সরকারের কাছে সেই কাগজপত্রগুলো চেয়েছিলাম। কানাডীয় সরকার জবাব দিয়েছে যে, তাদের প্রাইভেসি অ্যাক্টে এ কাগজগুলো দেওয়া যায় না। তখন আমরা সেখানে আইনজীবী নিয়োগ করে আদালতে আবেদন করেছিলাম। আদালত বলেছেন এই কাগজগুলো দেওয়া যাবে। তার পরিপ্রেক্ষিতে আমরা এখন অগ্রসর হচ্ছি।’
আইনমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রে রাশেদ চৌধুরী রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন। তার ব্যাপারে এখন যে পরিস্থিতি হয়েছে, সেটা অবজার্ভ (পর্যবেক্ষণ) করছি এবং এর অগ্রগতির ব্যাপারে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। আর বাকি তিনজনের ব্যাপারে তাদের অবস্থান সম্বন্ধে জানি না, কিন্তু আমাদের অনুসন্ধান চলছে। আমরা মনে করি আমাদের এই প্রচেষ্টায় সাফল্য লাভ করব।’
Leave a Reply