নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কর্তৃক মুজিব বর্ষ উপলক্ষে”বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক স্বরণিকার মোড়ক উন্মোচন মঙ্গলবার বিকালে ঢাকাস্থ চিনি শিল্প ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্বে করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম তারেক খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংষদের মহাসচিব মোজাম্মেল হক।
সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব এ.কে.এম খোরশেদ আলম এর পরিচালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর ড. কুতুব উদ্দিন চৌধুরী, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. তাজুল ইসলাম, সহ-সভাপতি আনোয়ার কামাল ফিরোজ, যুগ্ম মহাসচিব ফজলুল কাদের ইকবাল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ কামাল হোসেন, আব্দুল বাতেন, মো. ফারাবি খান, নউরিন আক্তার লিন্দা, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন প্রধান মো. বিল্লাল হোসেন, অর্থ সম্পাদক প্রদীপ কুমার ধর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোস্তফা খান, দপ্তর সম্পাদক মো. আজিজ মিয়া, যশোর জেলা কমিটির সভাপতি আব্দুস ছালাম খান স্বপন, আপ্যায়ন সম্পাদক মো. গোলাম রাব্বানী সহ কেন্দ্রীয় ও দেশের বিভিন্ন জেলা-উপজেলার নেতৃবৃন্দ।
Leave a Reply