নিজস্ব প্রতিবেদক
হাজার বছরের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্নেহের ছোট বোন শেখ রেহানা’র ৬৬ তম শুভ জন্মদিন উপলক্ষে নরসিংদী সদর থানা তাঁতী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদী শহরস্থ শেরেবাংলা ক্লাব অডিটোরিয়ামে এ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
নরসিংদী সদর থানা তাঁতী লীগের সভাপতি আশিকুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিনের সন্ঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের মূলপর্ব শুরু করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা তাঁতী লীগের আহবায়ক কায়কোবাদ হোসেন কানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহর তাঁতী লীগের আহবায়ক হিরু সরকার। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, শহর তাঁতী লীগের যুগ্ম আহবায়ক তৌহিদ ফকির সোহাগ, পিয়াস সরকার, বিল্লাল সরকার,কাজল মিয়া, শহিদুল ইসলাম টুটুল, নজরপুর ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি সেলিম মিয়া, আলী হোসেন, জাকির হোসেন, জুয়েল মিয়া, ফজলুল হক, রিয়াজ হাসান,আওয়ামী লীগ নেতা মোস্তফা আলী সরকার সহ তাঁতী লীগের ইউনিয়ন ও ওয়ার্ড শাখার প্রমুখ নেতৃবৃন্দ।
উপস্থিত বক্তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি সৃত্মিচারণ করেন এবং শেখ রেহানার শৈশবকালীন স্মৃতি বিজড়িতমূলক বক্তব্য রাখেন।
আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং শেখ রেহানা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply