ডেস্ক রির্পোট
বজ্রপাতে সারাদেশে মোট ৮ জেলায় ১৭ জন নিহত হয়েছেন।তদ্মধ্যে বগুরায় ৪জন, ময়মনসিংহে ৩ জন, হবিগঞ্জে ২ জন, এবং নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালী, টাঙ্গাইল ও জয়পুরহাটে ১ জন করে মারা গেছে।
জেলা ও উপজেলা সংবাদদাতাদের তথ্য মতে, বজ্রপাতে বগুড়ায় মারা যাওয়া চারজন কাহালু, ধুনট, সারিয়াকান্দি ও শাজাহানপুর উপজেলার বাসিন্দা। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম, পাটুলী ও কালাদহ ইউনিয়নের তিন গ্রামের ৩ জন বজ্রপাতে নিহত হয়েছেন।
অন্যদিকে, নওগাঁ জেলার রাণীনগর উপজেলার লোহাচুড়া গ্রামের বজ্রপাতে মিজানুর রহমান মিঠু (৪০ ) নামে এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। তিনি রাণীনগর উপজেলার লোহাচুড়া গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।
এছাড়া, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়। উপজেলার পাকা ইউনিয়নের জামাই পাড়া গ্রামে বাড়িতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে, তাকে চিকিৎসার জন্য নেয়া হলে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, হবিগঞ্জে ২ জন, টাঙ্গাইলে ১ জন, নোয়াখালীতে ১ জন ও জয়পুরহাটে ১ জন বজ্রপাতে নিহত হবার সংবাদ পাওয়া গেছে।
জোনাকি টেলিভিশন/এসএইচআর/০৪-০৬-২০ইং
Leave a Reply