জোনাকী ডেস্ক
বরগুনা জেলায় এলডি ট্যাক্স সফটওয়্যারে ডাটা এন্ট্রি কার্যক্রমের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে সোমবার (২২ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জালাল উদ্দীনের সভাপতিত্বে সভায় বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ অনলাইনে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় এর জন্য সরেজমিনে হোল্ডিং পরিদর্শনপূর্বক দ্রুত জেলার সকল মৌজার ডাটা সংগ্রহ ও ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়ারে তা এন্ট্রি প্রদানের নির্দেশনা দেন।
উল্লেখ্য, বরগুনা জেলার আরডিসি, ২৪ জন ইউনিয়ন ভূমি সহকারী কমর্কর্তা/ইউনিয়ন উপ-ভূমি সহকারী কমর্কর্তা এবং কালেক্টরেটের অন্যান্য কর্মকর্তাবৃন্দ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
Leave a Reply