সজিবুর রহমান, বশেমুরবিপ্রবি সংবাদদাতাঃ
গোপালগঞ্জ এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ’ উপলক্ষে আয়োজিত হলো ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা: সংবিধানের আলোকে’ শীর্ষক সেমিনার। বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল এ সেমিনারের আয়োজন করে।
সোমবার (৩০ নভেম্বর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে উপাচার্য ড. একিউএম মাহবুব এর সভাপতিত্বে এ সেমিনার আয়োজিত হয়। সোমবার রাতে জনসংযোগ দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেমিনারে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রাজিউর রহমান সেমিনারের মূল প্রবন্ধ রচনা করেন। এছাড়া, আইন অনুষদের ডিন প্রফেসর আব্দুল কুদ্দুস মিয়া, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ শাহজাহান, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. ইকবাল সোবহান চৌধুরী বিশেষ আলোচক ছিলেন।
সেমিনার বক্তা ড. মোঃ রাজিউর রহমান বাংলাদেশের সংবিধানের আলোকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ে বিশ্লেষণধর্মী বক্তব্য উপস্থাপন করেন।
বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন সেমিনারের প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।
এছাড়া, সেমিনারের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একিউএম মাহবুব বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তার স্বপ্নের সোনার বাংলা গড়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলকে ধন্যবাদ জানান অত্র বিশ্ববিদ্যালয়ে সেমিনার আয়োজনের জন্য।
অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন সংবাদকর্মী সেমিনারে অংশগ্রহণ করে।
Leave a Reply