জার্মানীর ফেডারেল নির্বাচনে বাংলাদেশি বংশবোদ্ধ প্রথম এমপি প্রার্থী শাহাবুদ্দিন মিয়া। জর্মানীর প্রথম বাংলাদেশি এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শাহাবুউদ্দিন মিয়া।
তিনি জার্মানীর মুলধারার রাজনীতির সাথে জড়িত, গ্রীন পার্টি থাকে ২০২১ সালের ফেডারেল নির্বাচনে মনোনয়ন পেছেন। শাহাবুদ্দিন মিয়া ১৯৫৬ সালে বাংলাদেশের মাদারীপুর জেলার বাজিতপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালে ঢাকার তিতুমীর কলেজ থেকে অনার্স শেষ করে, জার্মানি পাড়ি জমান। পরে জার্মানির ডর্টমুন্ড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষে কর্মজীবন শুরু করেন। এখন তিনি জার্মানির মূলধারার রাজনীতির সঙ্গে জড়িত। শাহাবুদ্দিন মিয়া জার্মানির রাজনৈতিক দল গ্রিন পার্টির ব্রের্ল শহর সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
এছাড়াও শাহাবুদ্দিন মিয়া বাংলাদেশে গড়ে তুলেছেন পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। বর্তমানে তিনি সবুজ আন্দোলনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
শাহাবুদ্দিন মিয়া সাথে কথা বললে জানান, আমি জার্মানের ফের্ডারেল নির্বাচনে অংশগ্রহণ করছি। প্রথম বাংলাদেশি হিসেবে। আশা রাখি এবারের নির্বাচনে অনেকটা ভালো ফলাফল করবো৷ যদি এমপি নির্বাচিত হতে পারি তাহলে বাংলাদেশেে জলবায়ু নিয়ে কাজ করবো।
Leave a Reply