শুক্রবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে। প্রথম ম্যাচে জয়ের মধ্য দিয়ে সিরিজের শুখ সূচনা করে টাইগার।শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তামিম বাহিনী।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় । এরই মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে চট্টগ্রামে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর আগে বুধবার প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে বাংলাদেশ ক্রিকেট দল। এ ছাড়া দলের অন্যতম তারকা সাকিব আল হাসানও আইসিসির নিষেধাজ্ঞা শেষে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন।
Leave a Reply