নরসিংদীতে বিজয়ের মাসের প্রথম দিনে আলোচনা সভা, মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন
নরসিংদী প্রতিনিধি : মহান বিজয়ের মাসের প্রথম দিনে নরসিংদীতে আলোচনা সভা, মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার বিকেলে নরসিংদী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে এ সকল কর্মসূচি পালন করা হয়। এসময় নরসিংদী জেলা মফস্বল সাংবাদিক ফোরামের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দসহ সদস্যরা এ মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে অংশ নেয়।
জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোশারফ হোসেন নিলুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্ঠা সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এ বি এম আজরাফ টিপু, সিনিয়ির সাংবাদিক সোহেল এস সোহেল, বিজয় টিভির নরসিংদী জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সহ সভাপতি মো: রফিকুল হক। জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদের সঞ্চালনায় এসময় প্রতিটি উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।
সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করে মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি সম্মান জানানো হয়।
Leave a Reply